ইরানের পুলিশের জন্যে অত্যাধুনিক টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি দেওয়া হচ্ছে। পুলিশ যাতে দ্রুত ও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে সেজন্যে এধরনের ব্যয়বহুর গাড়ি পাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও ব্যস্ত সময় দায়িত্ব পালন যাতে নিষ্ঠার সাথে পুলিশ করতে পারে সেজন্যে এ ব্যবস্থা। ফিনান্সিয়াল ট্রিবিউন
ইরানের বার্তা সংস্থা তাসনিম বলছে, জাপানি গাড়ি হিসেবে এধরনের ল্যান্ড ক্রুজার বেশ টেকসই ও দীর্ঘদিন সেবা দিতে সক্ষম। তাই পুলিশ এধরনের গাড়ি পেলে সেবার মান বাড়াতে তা সহায়ক হবে। তবে এধরনের আধুনিক গাড়ি পুলিশকে দেওয়ার ব্যাপারে কিছু সমালোচনা রয়েছে। মাজদা থ্রি. কিয়া সেরাতো, সুযোকির গ্রান্ড ভিটারা, স্থানীয়ভাবে তৈরি সামান্ড ও পিগট ২০৬ ধরনের গাড়িও ইরানের পুলিশ ব্যবহার করে আসছে। পুলিশ যাতে ভালভাবে জনসেবা দিতে পারে তা নিশ্চিত করতেই তাদের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি দেওয়া হচ্ছে। ফিনান্সিয়াল ট্রিবিউন