সিরাজগঞ্জে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
2, June, 2018, 10:59:59:AM
ডিটিভি বাংলা নিউজঃ সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত ১৫ জনের বেশি। দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এ ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। ওসি শহীদ আলম বলেন, সয়দাবাদ এলাকায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী শ্যামলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন মারা গেছেন। শহীদ আলম বলেন, তাঁদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী রয়েছেন। বাসের যাত্রীদের মধ্যে মারা গেছেন দুজন। আর দুজনের অবস্থা আশঙ্কাজনক। বাসের ১৫ জনের মতো যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়েছে।