দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারিগর, জার্মান নাৎসি নেতা হিটলারের আঁকা বিরল একটি ছবি সম্প্রতি ঠাঁই মিলল নেদারল্যান্ডের যুদ্ধ, গণহত্যা বিষয়ক জাদুঘরে। জলরঙে আঁকা ‘এ্যাকুয়ালে পদ্ধতির’পাতলা স্বচ্ছ ছবিটির অস্তিত্ব শুধুমাত্র নেদারল্যান্ডেই রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বামপন্থী পত্রিকা ‘ডিভক্সক্রান্ত’ এ বলা হয়, এক নারীর কাছে ভিয়েনা টাওয়ার নিয়ে আঁকা সেই ছবিটি রাখা ছিল, তিনি ছবিটি বাসায় রাখতে না চাওয়ার কারণে নিলামেও তোলা হয় ছবিটিকে। নারীটির পরিচয় এখনো অজ্ঞাত রয়ে গেলেও জানা যায় ১৯৪০ সালের দিকে তার বাবা ছবিটি ৭৫ সেন্ট দিয়ে একটা স্ট্যাম্প ও কয়েনের বাজার থেকে কিনে নিয়েছিল। বিরল এই ছবিটিতে হিটলারের সইও ছিল।
ধারণা করা হয়, ১৯০৯ সাল থেকে ১৯১৩ সালের মধ্যে কোনো একসময় হিটলার ছবিটি আঁকেন। ওই সময়টাতে হিটলার বিভিন্ন পোস্টকার্ডে ছবি এঁকে জীবিকা ধারণ করতেন। ২০০০ হাজার থেকে ৩০০০ এর মত পোস্ট কার্ডও আঁকেন তিনি যাদের মধ্যে প্রায় ৮০০ টি কার্ডের হদিস এখনো পাওয়া যায়।
জাদুঘর কর্তৃপক্ষের জানায়, ‘ছবিটি বাজারে বিক্রি থেকে রক্ষা করে তারা। নেদারল্যান্ড প্রায় ৫ বছর ধরে নাৎসিদের শাসনে ছিল, ভাগ্যিস তখনো নিলামে উঠেনি ছবিটি। তাহলে হয়তো নাৎসিদের দ্বারা শাসিত ইহুদিরা ছবিটিকে নষ্টই করে ফেলত।’
বর্তমানে হিটলারের বেশিরভাগ ছবিই অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে ব্যক্তিগত সংরক্ষণে রাখা আছে। দ্য জাকার্তা পোস্ট