যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এক পুলিশ সার্জেন্ট অবচেতন ভাবে আকাশে বিদ্যুৎ গতির একটি উল্কার ফুটেজ ধারণ করেছেন। উল্কাপাত নিয়ে গবেষণা করা যুক্তরাষ্ট্রের মেটেওর সোসাইটি বলছে, তারা নিশ্চিত , আগুনের সেই গোলাটি বস্তুত উল্কাপি-। সংস্থাটি বলছে, এ উল্কাপি-ের ব্যাপারে তারা একাধিক রিপোর্ট পেয়েছে।
হ্যামিল্টন টাউনশিপ পুলিশ সার্জেন্ট মাইকেল ভার্গা স্থানীয় একটি অনলাইন সংবাদ মাধ্যমকে বলেন , শনিবার দিনগত রাতে তিনি টহলের দায়িত্ব পালন করছিলেন। এই উল্কা দেখতে পেয়ে তিনি অবাক হয়েছিলেন। তিনি জানান, যখন উল্কাটি বিদ্যুৎ বেগে ধাবমান হচ্ছিল তখন আকাশের চারপাশ সবুজ আভায় অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল।
মেটেওর সোসাইটি জানায়, এটা বড় আকারের খুবই উজ্জ্বল একটি উল্কাপি- যেটা বায়ুম-লে গর্জন করে। ডেকান ক্রনিকল