ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আরেকটি বাংলাদেশ বানাচ্ছেন বলে অভিযোগ তুলেছে দেশটির বিশ্ব হিন্দু পরিষদ। রাম নবমীর র্যালিকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সহিংস সংঘাত হয়েছে। এরই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করে ওই কথা বলেছে বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি বিজেপি নেতারা মমতার বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তিনি রাষ্ট্রীয় মদতে হিন্দুদের ওপর সন্ত্রাস লেলিয়ে দিয়েছেন। ডিএনএ।
মমতাকে টার্গেট করে বক্তব্য রাখছেন ভারতের কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্য বিজেপি নেতারা। এর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জভেদকার। তারা বলছেন, যখন পশ্চিমবঙ্গ জ্বলছে, তখন দিল্লিতে বলে রাজনীতির তৃতীয় ফ্রন্ট করছেন মমতা। প্রকাশ জাভেদকার বলেন, পশ্চিমবঙ্গ জ্বলছে। আর অন্যদিকে এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা মুখ্যমন্ত্রী দিল্লিতে বসে রাজনীতি করছেন। মমতা তো নিরোর মতোই। রোম যখন জ্বলছিল নিরো তখন বাঁশী বাজাচ্ছিল।
মমতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি রাজনীতি করতে চান। তাহলে করেন। এক্ষেত্রে প্রথমেই পশ্চিমবঙ্গের আগুন নিভান। নিরপরাধ রামভক্তদের ওপর এই সহিংসতা শুরু করেছেন তার নিজের লোকেরাই। আইন শৃংখলা ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গে। ওদিবে বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন বলেছেন, পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রমাণ করে দিয়েছেন যে, তারা হিন্দুত্ববিরোধিতা সহ্য করবেন না। ধর্মনিরপেক্ষতার নামে জাতীয়তাবেিরাধী কর্মকান্ড সহ্য করবেন না।