শিশুকে ধর্ষণের চেষ্টা করতেই লিঙ্গ কামড়ে খেল বুলডগ!
9, December, 2017, 3:02:18:PM
হাতে নাতে শাস্তি বোধহয় একেই বলে! দুই শিশুকে ধর্ষণ করতে এসেছিল র্যান্ডাল জেমস নামে ৫২ বছর এক প্রৌঢ়। বাড়িতে অভিভাবকরা না থাকলেও পাহারায় ছিল পোষ্য বুলডগ। জেমসের লিঙ্গ ও অণ্ডকোষ কামড়ে ছিঁড়ে নিয়েছে বুলডগটি। জেমসকে গ্রেপ্তারের পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আরকানসাসের ঘটনা। জেমস ওই শিশু দু’টির প্রতিবেশী। বাড়িতে বড়রা কেউ না থাকার সুযোগ নিয়ে পাইপ বেয়ে দোতলায় শিশুদের ঘরে ঢুকে পড়েছিল সে। ৩ ও ৬ বছরের দুই শিশুকন্যাকে ধর্ষণ করার চেষ্টা করতেই বুলডগটি ঝাঁপিয়ে জেমসের ওপরে। শিশু দু’টির বাবা বলেছেন, ‘আমরা খবর পেয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসি। জেমসের অবস্থা এতই খারাপ ছিল যে ও মাটিতে পড়ে কাতরাচ্ছিল। আমরা পুলিসে খবর দিই। পুলিশ গ্রেপ্তার করে জেমসকে হাসপাতালে নিয়ে যায়।’
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, জেমস প্রাণে হয় তো বেঁচে যাবে, কিন্তু কোনও দিন যৌনতায় লিপ্ত হতে পারবে না। কারণ বুলডগটি জেমসের লিঙ্গ ও অণ্ডকোষ কামড়ে খেয়ে ফেলেছে। জেমসের প্রতিবেশীরা জানিয়েছেন, এর আগেও মহিলাদের উত্যক্ত করার অভিযোগ উঠেছিল জেমসের বিরুদ্ধে।