নগরকান্দা কামাল হোসেন রাজিবের দোয়া ও ইফতার আয়োজন
5, April, 2023, 7:29:54:PM
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়ানের, ডাংগী নগরকান্দা কান্দা গ্রামের কামাল হোসেন রাজিবের বাড়িতে দোয়া ও ইফতারির আয়োজন করা হয় । শুক্রবার ৩১মার্চ , ২০২৩ উক্ত দোয়া ও ইফতারিতে অংশগ্রহণ করেন, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের আগামী দিনের রূপকার। ও গরীব, দুঃখী মানুষের বন্ধু বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী মোঃ মুরাদ হোসেন মিয়া । ভাঙ্গা উপজেলার পুখুরিয়া ব্রাহ্মণ কান্দা গ্রামের গিয়াস উদ্দিন মাতবর, ডাংগী ইউনিয়নের মেম্বার মোঃ আবুল হোসেন , ডাংগী ইউনিয়নের খৈয়া সাবেক মেম্বার আইয়ুব বেপারী, ও শত, শত এলাকা বাসী উপস্থিত ছিলেন।