ফতুল্লা থেকে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে আইন শৃংখলা বাহিনী
23, November, 2024, 5:52:24:PM
নারায়নগঞ্জ সংবাদদাতা: শুক্রবার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ফতুল্লা মডেল থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে। গভীর রাতে ফতুল্লার মাসদাইর পাকাপুল এলাকা থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার চার বান্ডিল তাস ও নগদ ১৯ হাজার ৪ শত ৩০ টাকা উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, জুয়া খোলরত অবস্থায় টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ ১৯ জুয়ারিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।