Online desk (DTV BANGLA NEWS): বৈরিতা ভুলে আগেই কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করেছে দুই উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত ও কাতার। এবার দুই দেশ পরস্পরের দেশে দূতাবাস চালু করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই উপসাগরীয় রাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর নিজ নিজ দূতাবাস পুনরায় চালু করেছে। সোমবার থেকে এসব দূতাবাসে পুনরায় কাজ শুরু হয়েছে।২০১৭ সালে সৌদি আরব ও তার মিত্র দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। কাতারকে বয়কটের ঘোষণা দেয় তারা। সৌদি আরব ও তার মিত্রদের অভিযোগ ছিল, ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখার পাশাপাশি তুরস্ক ও ফিলিস্তিনে কট্টরপন্থি ইসলামী আন্দোলনকে অর্থায়ন করছে কাতার।২০২১ সালের জানুয়ারিতে বিবাদের অবসান ঘটিয়ে সম্পর্ক পুনঃস্থাপন করে দেশগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি এবং শেখ আবদুল্লাহ বিন জায়েদ সোমবার উভয় দেশের দূতাবাস পুনরায় খোলার পর টেলিফোনে কথা বলেছেন।