মিশরের কায়রোতে আন্তর্জাতিক উশু ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক উশু জাজেস প্রশিক্ষণ অ্যান্ড সার্টিফিকেশন কোর্স গত ৮-১৪ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের চারজন বিচারক। তার মধ্যে শাহরীন চৌধুরী অংশ নিয়ে বি-গ্রেডের জাজ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।
মিশরের মাটিতে লাল সবুজের প্রতিনিধিত্ব করতে পেরে আবেগ আপ্লুত শাহরীন চৌধুরী। তিনি বলেন, এই বিজয় বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে আরও চারটি উজ্জ্বল তারকা যুক্ত হয়েছে।
২০১৬ সালে সিনিয়র উশু খেলোয়াড়রা বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেনের উদ্যোগে জাতীয় উশু বিচারক হওয়ার সুযোগ পান। তারই ফলশ্রুতিতে সম্প্রতি চারজন জাতীয় উশু বিচারক মশিউর রহমান খান, আবদুল্লাহ আল ফয়সাল ও শাহরীন চৌধুরী সানদা ইভেন্টে ও ফারজানা খানম তাউলু ইভেন্টে অংশগ্রহণ করেছেন। তারা প্রত্যেকেই সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক উশু বিচারক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন।