Online desk (DTV BANGLA NEWS): সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারী ও এক শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।বৃহস্পতিবার (১৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর এ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, বাস ও সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি।