নজরুল শেখ, স্টাফ রিপোর্টার: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ১২ নভেম্বর শনিবার চেয়ারম্যান কাজী আবুল কালাম সমর্থক ডাঙ্গী বাঙ্গালকান্দা গ্রামের নান্নু মেম্বার ও মুরাদ হোসেন মিয়ার সমর্থক জালাল খাঁ, সিদ্দিক খাঁ গ্রুপের সংঘর্ষে বাড়িঘর ভাংচুর লুটপাট হয়। এরই জের ধরে পরের দিন রবিবার সকাল থেকে ইউনিয়নের একাধিক স্থানে দফায় দফায় সংঘর্ষ হয়। বাড়িঘর ভাংচুর লুটপাট করে নেয় সংঘর্ষকারীরা। জোয়ারকান্দি বাজারে জিয়াউলের মুদি দোকান ভাঙচুর ও লুট হয় প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়। সংঘর্ষের এই ঘটনায় সোনাখোলা গ্রামের জামাল বেপারির বাড়ির ৫ টি ঘর ভাঙচুর লুটপাট করে এবং জামাল বেপারির স্ত্রীকে মারপিট করে কুপিয়ে আহত করে। এবং ঘরে আসবাবপত্র, ফ্রিজ, টিভি, মোটরসাইকেল ভাঙচুর করা সহ লুটপাট করে নিয়ে যায়।
কয়েক ঘন্টা ব্যাপী চলে গ্রুপের ভাঙচুর লুটপাট তুলকালাম কান্ড। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এর নেতৃত্বে পুলিশ ঘটনা স্থলে সংঘর্ষ শান্ত করার চেষ্টা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।বর্তমানে দুই গ্রুপ শান্ত থাকলেও বইছে উত্তেজনা।