রাজবাড়ী শ্রমিক লীগের সহ সভাপতি হত্যার আসামীকে ২৪ ঘন্টায় গ্রেফতার করল র্যাব -১০
17, October, 2023, 10:13:37:PM
মীর মেহেদী হাসান:
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার নারুয়া ইউনিয়নের শ্রমিক লীগের সহ সভাপতি মুন্না আজিজ মহাজন হত্যার প্রধান তিন আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে র্যাব-১০ ফরিদপুর। জানা যায়, শ্রমিক লীগ নেতা মুন্না আজিজের মহাজন এর সাথে গ্রেফতার কৃত আসামীদের আসামীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরেই প্রধান আসামী শাহদাত মন্ডল, রাফি মন্ডল ও মেহেদী হাসান দিপু তাদের সহ কর্মীদের নিয়ে হত্যার পরিকল্পনা করে। গত ১৫/১০/২০২৩ সন্ধ্যা সাড়ে সাত ঘটিকার সময় মুন্না আজিজ তার ভাইয়ের বাসা থেকে বাড়ির উদ্দ্যেশে রওনা হলে প্রায় ৩০ জন লোক দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কুরাল, ছেনদা, লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। তাকে রামদা, চাইনিজ কুড়াল দিয়ে এলো পাতাড়ি কোপাতে থাকলে মুন্না আজিজ চিৎকার দিয়ে মটর সাইকেল থেকে পড়ে যায়। তার চিৎকার শুনে আশে পাশের মানুষ এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরবর্তীতে মুন্না আজিজ কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। ঢামেক নিয়ে ভর্তি করা হলে রাত দেড় টার দিকে তিনি মৃত্যু বরন করেন। পরবর্তীতে আজিজের ভাই আব্দুর রহমান বাদী হয়ে বালিয়াকান্দী থানায় শাহাদাত ও রাফি সহ ২৪ জন ও অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে মামলা করেন। পড়ে এই বিষয়টি র্যাব -১০ ফরিদপুর এর নজরে আসলে তারা গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার কালুখালী থানার কালিকাপুর থেকে লে: কমান্ডার কে এম শাইখ আকতারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শাহদাত মন্ডল, মো; রাফি মন্ডল ও মেহেদী হাসান দিপুকে গ্রেফতার করেন।