ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ যুবককে আটক করা হয়
16, August, 2023, 10:28:43:PM
নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ভোর রাতে ১ টি রামদা ও ১ টি চাইনিজ কুড়াল সহ দুইজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এলাকায় বহুদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। পরবর্তিতে আটক দুইজন কে নিয়ে তাদের বাড়িতে তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তাদের নামে এর আগে মাদকদ্রব্যের মামলা ছিলো। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন, আটক ২ জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে এবং আগামীকাল বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরণ করা হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে নগরকান্দা থানা পুলিশ।