ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামে ১২ ফেব্রুয়ারী রবিবার বিকাল প্রায় তিনটার সময় বাজার থেকে ফেরার পথে ইউসুফ শেখ(৪৫) এর উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করায় গুরুতর কাটা জখম করে প্রতিপক্ষ বিল্লাল শিকদার (৫০)পিতা দিরা শিকদার, শাহাবুদ্দিন শিকদার (৪০)পিতা আলেপ শিকদার গ্রাম রাধানগর, থানা নগরকান্দা। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ইউসুফ শেখ কে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। ইউসুফ শেখ বলেন বাড়ি থেকে কৃষ্ণপুর বাজারে যাই বাজার শেষ করে বাড়ি ফেরার পথে রাধানগর খাল পাড় ব্রীজ পার হয়ে এপাড় আসলে পিছন থেকে মেহগনি গাছের ডাল দিয়ে বিল্লাল শিকদার ও শাহাবুদ্দিন শিকদার অতর্কৃত হামলা চালিয়ে মারপিট করে। বাড়ির আঘাতে আমার মাথা ফেটে যায় এবং শরীলের বিভিন্ন স্হানে বাইড়া নিলা ফোলা গুরুতর জখম করে।
স্থানীয় নবা শিকদারের হুকুমে হামলা চালায় তারা।ইউসুফ শেখ আরো বলেন হামলাকারীরা পূর্বে আমাদের লোকজনের বেশ কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করে নেয় সে সময় আমাদের অনেক লোকজনকে মারপিট করে আহত করে। হামলাকারীদের ভয়ে রাস্তায় বের হতে পারচ্ছেন না বলেও তিনি জানান।ইউসুফ শেখ এর পরিবারের লোকজন বলেন হামলাকারীরা একের পর এক আমাদের লোকজনের উপর হামলা চালিয়ে যাচ্ছে, নির্বাচনে মান্দার ফকিরের নৌকার পক্ষে কাজ করায় আওয়ামী বিদ্রোহী কামাল মেম্বার এর লোকজন পরাজিত হয়ে আমাদের কাছে প্রথমে ৪ লাখ পরে ১২ লাখ টাকা চাঁদা দাবি করছেন। চাঁদার টাকা না দেওয়ায় তারা হামলা অত্যাচার চালিয়ে যাচ্ছে। এবিষয় হামলাকারীদের বাড়িতে গিয়ে কাউকে না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি। স্থানীয় নবা শিকদার ও কামাল হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের এলাকায় পাওয়া যায়নি। ইউসুফ শেখ এঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান।