ফরিদপুরের নগরকান্দা থানা পুলিশ ও নগরকান্দা উপজেলা কমিউনিটি পুলিশিং এর আয়োজনে ২৬ অক্টোবর (শনিবার) সকালে নগরকান্দা থানা মিলনায়তনে “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশগড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নগরকান্দা থানা অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানার সভাপতিত্বে ও উপ-পরির্শক আব্দুল গাফফার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফএম মহিউদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন- নগরকান্দা উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক ইউনুস সরকার, নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন, কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, চরযোশরদী ইউনিয়ন এর চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, সাপ্তাহিক খোলাচোখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহবুব আহাদ, কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা খান, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ঢাকা টাইমস বিডি টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক নিজাম নকিব, সাংবাদিক শহিদুল ইসলাম, শাহিদুজ্জামান শাহিদ, শফিকুল ইসলাম মন্টু, নগরকান্দা থানায় কর্মরত উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শকবৃন্দ, নগরকান্দা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোসাঃ চায়না আক্তার, নগরকান্দা পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর খাদিজা আক্তার, নগরকান্দা পৌরসভা ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসের দুলু, তালমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারaন সম্পাদক মজিবুর রহমান ও মোঃ আকবর হোসেন প্রমূখ।