আহমেদ রকিশরীয়তপুর জেলা প্রতিনিধিঃ নড়িয়া উপজেলা ঘরিসার ইউনিয়ন নন্দনসার গ্রামে নজরুল ইসলাম হাওলাদারের ৪৫বছর দখলক্রিত বসত বাড়িভিটে তার মৃত্যুর পরে দখলের জন্য একাধিক মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে পাশের বাড়ির মামলাবাজ ওহাব চোকদার। ঘটনার সুত্রে মৃত্যৃ নজরুল ইসলামের ভাই এসকান্দর হাওলাদার বলেন আমার ভাই ওয়ারিশ ও ক্রয় সুত্রে ১০৯ নন্দন সার মৌজারএস এ ২৫/৬৭৭নং দাগ বি আরএস ২১৬নং খতিয়ানের ১১৯৫ নং দাগের ০.১২০০ একর জমি ৪৫বছর ভোগ দথলে। নজরুল ইসলাম হাওলাদরের হঠাৎ মৃতুর পরে পাশের সিমানার ওহাব চোকদার জোর পূর্বক বাস গাছ কেটে নিয়ে যায় ও জমি তার বলে দাবি করে, বাধা দিতে গেলে একের পর এক মামলা দিয়ে হয়রানী করেন বলে দাবী করেন তিনি। অসহায় বিধাব রুনু বেগম( ৫০) বলেন. মামলাবাজ ওহাব চোকদারের মামলার কারণে আমি ছোট ছেলে মেয়ে নিয়ে বাড়িতে থাকতে পারছিনা অসহায় আমাকে দেখার কেউ নেই। এ বিষয়ে জানতে চাইলেওহাব চোকদার বলেন আমি ৬৮ তে পাকিস্তানের আর্মী ছিলাম দেশে না থাকার কারণে আমার ৪৮শতাংশ জমিজমা নজরুল ইসলাম হাওলাদার নিজের নামে রেকর্ড করে দখলে নেন। পরে আমি মামলা করলে ৩৬ শতাংশ জমি ফেরত দেন বাকি ১২শতাংশ জমি ফেরত দিবে বলে দিচ্ছে না জোর করে দখলে আছে তাই আমি মামলা করেছি ।