পটুয়াখালীর গলাচিপায় কর্মকার পট্টিতে‘মা স্বর্ণ শিল্পালয় এ্যান্ড জুয়েলারী’ নামের স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় জড়িত থাকা শীর্ষ ডাকাত নান্নু সিকদারকে (৩৫) গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ুন কবীর। নান্নু সিকদার ওই গ্রামের মুনসুর সিকদারের ছেলে। গত (২৩মার্চ) রাতে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। শনিবার বিকালে গলাচিপা থানায় নিয়ে আসা হয়েছে। এসআই হুমায়ুন কবীর জানান, গ্রেফতার হওয়া দুই ডাকাত মোঃ কিবরিয়া ও কামরুল ইসলাম ওরফে কামালের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে নান্নু সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে স্বর্ণ দোকান লুট/ ডাকাতি হওয়া কোন স্বর্ণালঙ্কার উদ্ধার করা যায়নি । তবে জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত থানা পুলিশ তিনজন ডাকাত গ্রেফতার হয়েছে। উল্লেখ্য, গত ১৭ ফ্রেব্রুয়ারী শনিবার রাত সাড়ে ৭:৩০ টার দিকে ৭/৮ জন ডাকাত হাতবোমা ফাটিয়ে হামলা করে এবং এসিড ও রামদার কোপে দোকানের মালিকসহ আরও ১০ জন আহত হন। এ সময় জনতার সহযোগীতায় দুইজন ডাকাতকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে দোকান মালিক নির্মল কর্মকার ৬ জন ডাকাতের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় ৩১ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুটের অভিযোগ করা হয়। অনুসন্ধানে আরও জানা যায়, ডাকাতদের মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে এবং মোটর সাইকেল যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাকেও গ্রেফতার করা হয়েছিল। কিন্তু ৭/৮ ঘন্টা পরে প্রভাবশালীদের ফোনে তাকে ছেড়ে দেওয়া হয়্ । জনপদে এখন প্রশ্ন একটাই ছেড়ে দেওয়ার কারণে মনে হয় ডাকাতি মামলার ডাকাতদের চিহ্নিত করতে পারবে না পুলিশ।