রায় প্রত্যাশিত, মামলা নিয়ে রাজনীতি করবেন না : অ্যাটর্নি জেনারেল
19, March, 2018, 2:30:5:PM
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিল বিভাগের রায় প্রত্যাশিত হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, আগামী নির্বাচনে বেগম জিয়া অংশ নিতে পারবেন কি না তা নির্ভর করছে আপিল নিষ্পত্তির উপর। এ সময় বেগম জিয়ার আপিলের বিষয়টি নিয়ে তার আইনজীবীদের রাজনীতি না করার আহ্বান জানান তিনি।
আজ সোমবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মলনে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, বেগম খালেদা জিয়াকে সকল সুযোগ-সুবিধা দিয়ে, তার সমস্ত বক্তব্য শুনে আদালত এ দণ্ড প্রদান করেছেন। সেই দণ্ড প্রদানের ক্ষেত্রেও আদালত যে কতটা মহানুভবতার প্রমাণ দিয়েছেন এবং ন্যায়ের প্রতি তার নিষ্ঠার পরিচয় দিয়েছেন সেটাতেই প্রমাণ পায়। তার সামাজিক মর্যাদা, তার বয়স ইত্যাদি বিবেচনা করেই আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন, যদিও অন্যদের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
তিনি আরও বলেন, আপিল বিভাগের চারজন বিচারপতি সর্বসম্মতিক্রমে এই মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছেন এবং লিভ গ্রান্ট করেছেন। সেই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ আদালতে জমা দেয়ারও নির্দেশ দিয়েছেন। তার দুই সপ্তাহ পরে আসামিপক্ষকে তার সার সংক্ষেপ জমা দাখিল করার আদেশ দিয়েছেন।
মাহবুবে আলম বলেন, আদালত এই আপিলের শুনানি প্রথমে ২২ মে ধার্য করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আইনজীবীদের অনুরোধের প্রেক্ষিতে ৮ মে তারিখে নির্ধারণ করেছেন।