আদালতের পথে খালেদা জিয়া, গাড়ি বহরে শত শত নেতাকর্মী
7, February, 2018, 11:08:31:PM
বিএনপি চেয়ানপারসন বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার সকাল ১১ টা ৪২ মিনিটে তার বাসভবন থেকে গাড়ি বহর নিয়ে বকশীবাজার বিশেষ জজ আদালতে রওনা হওয়ার পর কিছুক্ষণের মধ্যে আদালতে পৌঁছাবেন। আদালতে তিনি যান পুলিশের বিশেষ ব্যবস্থায়। ডিএমপি থেকে জানানো হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদেরকে অস্ত্র নিয়ে আদালতে প্রবেশ করতে দেওয়া হবে না।
খালেদা জিয়াকে নিয়ে গাড়ির বহর সাত রাস্তার মোড় পার হয়ে মগবাজার রেল গেটের আগে এসে পৌঁছালে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্ম ী এসে জড়ো হন। তারা স্লোগান দিতে দিতে বেগম জিয়ার গাড়ির বহরের সঙ্গে আদালতের পথে আগাতে থাকেন। খালেদা জিয়ার গাড়ির বহরে সামনে মটর সাইকেলে করে সাত রাস্তায় ছাত্রদলের নেতাকর্মীরা এগিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে ধাওয়া করে। পুলিশী বাধা উপেক্ষা করে মটর সাইকেলে কিছু সংখ্যক নেতাকর্মীরা শোভাযাত্রা করে খালেদা জিয়াকে এগিয়ে নেয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে, আমার নেত্রী,আমার মা, বন্দী হতে দেব না।
খালেদার গাড়ির বহর রমনা থানার কাছে পৌঁছালে বিএনপির নেতাকর্মীদের ভিড়ে গাড়ির গতি শ্লথ হয়ে যায়। এসময় ধীরগতিতে খালেদাকে নিয়ে তার গাড়ি বহর আদালতেরে পথে আগাতে থাকে।
এদিকে রাত থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান দুই নিজস্ব বাস ভবন ফিরোজার সামনে বিপুল সংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বাস ভবনের সামনের সড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে। বিশেষ করে খালেদা জিয়ার বাসভবনের প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কগুলোর একই অবস্থা। পুলিশের কড়া নজরদারি রয়েছে। কাউকে কার্যালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কার্যালয়ের ভিতরে রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে বকশী বাজার ও আদালত এলাকায় নেওয়া হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আদালত চত্বরে তল্লামী করে ঢোকানো হচ্ছে। আশপাশ এলাকার উচু ভবনে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। তারা সেখান থেকে নজর রাখছেন। পুরো এলাকা আইনশৃঙ্খলাবাহিনীর কর্ডন করে রেখেছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬ টি মামলা রয়েছে। দুর্নীতির পাঁচটি মামলা ছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে আরো ৩১টি মামলা রয়েছে। এর মধ্যে ১১টি মামলা নাশকতার। সেই সঙ্গে রয়েছে মানহানি এবং রাষ্ট্রদ্রোহের বেশ কিছু মামলা। ১৫ আগস্টে তার জন্মদিনটি ভুয়া এই অভিযোগেও একটি মামলা রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে।
৫ টি দুর্নীতির মামলার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ। বাকী চারটি মামলার মধ্যে রয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, নাইকো, গ্যাটকো এবং বড়পুকুরিয়া দুর্নীতি মামলা। এই মামলাগুলোর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা বিচারাধীন। বাকী নাইকো, গ্যাটকো এবং বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় পুলিশ এখনো চার্জশিট দেয়নি।
রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জিয়া অরফানেজ মামলার রায় শুনতে আজ আদালতে হাজির হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকাল দশটার পর তার আদালতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।