নেত্রকোনা প্রতিনিধি ঃ জেলার আটপাড়া উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে বুধবার রাতে হত্যা মামলার দুই আসামি আজাদ খা, আজিজ খা এবং আনোয়ার হোসেন ও সাইদুল ইসলামকে নেত্রকোনা ডিবি পুলিশ আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি একশ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। আজাদ ও আজিজ একে অপরের ভাই ও উপজেলার কুতুবপুর গ্রামের তুহিন হত্যা মামলার আসামি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার আটপাড়ার লক্ষীপুর গ্রামের তাজাত খা, আজাদ খা ও আজিজ খা দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও এলাকায় গাঁজার ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ডিবি পুলিশ মঙ্গলবার রাতে লক্ষপুর গ্রামে আজাত খার বাড়িতে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় আজাদ খা, আজিজ খা, আনোয়ার হোসেন ও সাইদুল ইসলামকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাজাদ খা পালিয়ে যায়। এ ঘটনায় ডিবি’র এসআই আবুল কাসেম বচাদী হয়ে ৫জনের বিরুদ্ধে আটপাড়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেন। নেত্রকোনা ডিবির ওসি নাজমুল হাসান জানান, তাজত খা ও অন্য আসামিরা দীর্ঘদিন এলাকায় গাঁজা সেবন ও ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে তাজাত খা কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় ৫জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আটক চারজনকে আদালতে পাঠানো হয়েছে।