ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ,ডিটিভি বাংলা ডট কম: নেত্রকোনা: নেত্রকোনা শহরের নাগড়া এলাকার একটি বাসা থেকে ৭০ পিস ইয়াবাসহ ঝুনু রাণী দাস নামে এক বৃদ্ধাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। নেত্রকোনার গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক নাজমুল হাসান ডিটিভি বাংলাকে জানান, বৃদ্ধার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।