হেফাজতে ইসলাম জেদ্দা মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত
19, February, 2018, 11:42:50:PM
ফায়সালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে স্থানীয় সময় রবিবার বাদ এশা হেফাজতে ইসলাম বাংলাদেশের সৌদি আরবের জেদ্দা সহসভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে হেফাজতের জামাতা ও রাঙ্গুনিয়া মেহরিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইসহাক নুর, সৌদি আরব রিয়াদ শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর সালাম পাটোয়ারী, জেদ্দা নেতাদের মধ্যে বক্তব্য রাখন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল খালেক নিজামী, মাওলানা হারিস উদ্দীন, মাওলানা আবদুল মুকীত, সাংবাদিক আলহাজ আবু সাঈদ। কুরআন তেলাওয়াত করেন কারী ইসমাঈল খলিল।