দিল্লীর আন্তর্জাতিক উৎসবে সবার মন জয় করলো বাংলাদেশের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা
28, November, 2017, 2:38:39:PM
দুই সপ্তাহ ব্যাপী দিল্লী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে দিল্লীর ঐতিহাসিক কুতুব মিনার প্রাঙ্গণে বাংলাদেশের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা সবার মন জয় করে নিয়েছে। প্রথিতযশা নৃত্য শিল্পী মুনমুন আহমেদের দেশাত্মবোধক গানের তালে নৃত্য আর বাউল শিল্পী অঞ্জলি ঘোষ ও সমীর হোসেনের বাউল গান কনকনে শীতের রাতেও আগত দর্শকবৃন্দের মাঝে এক ধরনের উষ্ণ আমেজ নিয়ে আসে। দিল্লীর বিভিন্ন দৈনিক পত্রিকায় বাংলাদেশের পরিবেশনার প্রশংসা করে ফিচার প্রকাশিত হয়েছে।
এর আগে বাংলাদেশের তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারের পূজা সেনগুপ্ত ও তার দল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের ছায়া অবলম্বনে জল ও নারীর সম্পর্ক নিয়ে পরিবেশনা “ওয়াটারনেস” উৎসবের দর্শকের মাঝে ব্যাপক প্রশংসিত হয়। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও তার সহধর্মিণী তোহফা জামান আলী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীদের অভিনন্দিত করেন।
দিল্লী আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব দিল্লীতে অনুষ্ঠিত অন্যতম বড় উৎসব। এ বছর এ উৎসবের ১১ তম সম্মেলন অনুষ্ঠিত হয়। স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, আমলা এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সকল স্তরের সংস্কৃতি অনুরাগীগণ এ উৎসবে অংশগ্রহণ করেন।