বৃটেনে বসবাসকারী বাংলাদেশি মেয়ে সেলিনা বেগম (১৬) যুক্তরাজ্যে জাতীয় পর্যায়ের এক বিতর্ক প্রতিযোগিতায় ২০০ প্রতিযোগিকে পিছনে ফেলে প্রথম স্থান অর্জন করেছে। বিবিসিসহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে রীতিমত হইচই পড়ে গেছে। বৃটেনের জাতীয় পত্রিকাগুলোর শিরোনাম হয়ে এসেছে তার নাম।
বাংলাদেশি মেয়ে সেলিনার ইচ্ছে ছিলো অক্সফার্ডে ইতিহাস বিষয়ে পড়াশোনা করার যদিও তার স্কুল বলছে সে একজন আইনজীবী হিসেবে সফল হবে।সেলিনার দেশের বাড়ি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন মোগলা বাজারে। তার পিতা আব্দুর রহিম ১৯৯০ সালে পরিবার নিয়ে ইংল্যান্ডে আসেন। বর্তমানে পূর্ব লন্ডনে তারা বসবাস করছেন। সেলিনার এই অর্জনে তার পরিবার ও বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ বিরাজ করছে।