বাম নেতা মুক্তিযোদ্ধা আ ফ ম মাহবুবুল হক আর নেই। কানাডার একটি হাসপাতালে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় তিনি মারা যান।
মাহবুবুল হক সমাজতান্ত্রিক দলের (বাসদ-মাহবুব) আহ্বায়ক ছিলেন। ২০০৪ সালে ঢাকায় গাড়ি দুর্ঘটনার স্বীকার হন। এরপর তিনি গুরুত্বর অসুস্থ হয়ে কানাডায় চলে যান। সেখানেই স্মৃতিহীন অবস্থায় তিনি সাইকোলজিক্যাল থেরাপি এবং অন্যান্য চিকিৎসা নেন। মাহবুবুল হক কানাডাতে অবস্থান করে আসছিলেন। কিছুদিন আগে সেখানকার বাড়িতে সিঁড়ি থেকে পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণের পর কোমায় ছিলেন বলে জানা গেছে।
অটোয়া থেকে ফারুক আহমেদ জানান, আগামীকাল শনিবার তার জানাজা নামাজের পর অটোয়াতেই লাশ দাফন করা হবে। অন্য একটি সূত্র থেকে জানা গেছে, বাংলাদেশ দূতাবাস থেকে তাকে রাষ্ট্রীয়ভাবে শেষ শ্রদ্ধা জানানো হবে।