বিগত হারপার সরকার শারীরিকভাবে অক্ষমদের ইমিগ্রশন বন্ধ করে দিয়েছিলেন। তা আবার চালু করার কথা ব্যক্ত করে কানাডার অভিবাসন মন্ত্রী আহমেদ হুসেন বলেন, বর্তমানের এই নিয়ম কানাডার জাতীয় মূল্যবোধের সাথে একদমই যায় না। তাই তা সম্পূর্ণভাবে বাতিল করার বিষয়টি ভাবছে সরকার। কারণ, এই আইনটি শারীরিকভাবে অক্ষমদের বিপক্ষে বৈষম্য তৈরি করে এবং যার ফলে তাদের ইমিগ্রেশন বাধাগ্রস্ত হয়। গ্লোবাল নিউজের অনুসন্ধান এবং সিবিএন থেকে এই তথ্য জানা যায়।
বিশেষজ্ঞমহল মনে করেন যে, প্রচলিত নিয়মটি খুবই অন্যায্য এবং শারীরিকভাবে অক্ষম মানুষদের একটা পরিবারের সদস্যদের একজন থেকে আরেকজনকে একদমই আলাদা করে দেয়। বলে রাখা ভাল যে, রিফিউজি এবং তাদের পরিবারের সদস্যরা বর্তমানের ৩৮- ১সি নিয়মটির মধ্যে ছিলনা।
উল্লেখ্য, ৩৮- ১সি রুলটি হল যে একজন বিদেশী নাগরিক কানাডাতে অযোগ্য বলে বিবেচিত হবেন যদি তাকে কানাডার হেলথ এবং সোশ্যাল সার্ভিসের ওপর অতিরিক্ত ডিমান্ড অথবা বোঝা বলে মনে করা হয়।