বলিউডের সোনালি যুগের নায়িকা মালা সিনহার স্বামী মারা গেছেন
5, May, 2024, 3:40:21:PM
ডিটিভি অনলাইন ডেস্ক:
বলিউডের সোনালি যুগের নায়িকা মালা সিনহার স্বামী চিদম্বর প্রসাদ লোহানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গত সোমবার তিনি মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন মালা সিনহার স্বামী চিদম্বর প্রসাদ লোহানি। পিউনোমিয়া ও অ্যালঝাইমারের মতো কঠিন রোগে আক্রান্ত ছিলেন অভিনেত্রীর স্বামী। তার প্রয়াণে বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে।
নেপালি সিনেমা মাইটিঘরের প্রযোজক ছিলেন কিংবদন্তি অভিনেত্রী মালা সিনহার স্বামী। ওই সিনেমায় মালা সিনহার সঙ্গে কাজ করেছিলেন তিনি। তারপর ১৯৬৬ সালে তারা বিয়ে করেন।
তিন দশকের বেশি সময় ধরে একাধিক সিনেমার সুপারহিট নায়িকা ছিলেন মালা সিনহা। আজও ভক্তদের মনে গেঁথে রয়েছে তার সুনিপুণ অভিনয়ের কথা।