আপাতত ঢাকায় আসছেন না বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতি না দেওয়ায় তার আসা স্থগিত করা হয়েছে। ডিসেম্বরে ঢাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এ নৃত্যশিল্পীর। সোমবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আয়োজক শাহজাহান ভূঁইয়া। তিনি বলেন, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো নোরা ফাতেহি জানুয়ারির দিকে আসতে পারেন। ‘ডান্স মেরি রানি’, ‘দিলবার’, ‘সাকি সাকি’ গানে নেচে ঝড় তোলেন নোরা ফাতেহি। বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন এ আইটেম গানের শিল্পী। শুধু বলিউড নয় তেলেগু, মালয়ালম ও তামিল ছবির গানেও তার উপস্থিতি সরব। মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়।