জীবনের সবচেয়ে অন্ধকারময় সময়ে বাচ্চারাই তাকে সুরক্ষিত রেখেছে, এমনটাই জানালেন হলিউডের শীর্ষ অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। অ্যাঞ্জেলিনা জোলি স্বীকার করেছেন যে ব্র্যাড পিটের সাথে বিবাহবিচ্ছেদের পরে তার জীবনের খারাপ সময়ে তাকে তার সন্তানরাই রক্ষা করেছে।
নভেম্বরের কভার স্টোরির জন্য ম্যাগাজিন ভোগের সাথে কথোপকথনে ৪৮ বছর বয়সী অভিনেত্রী জানান, ২০১৬ সালে পিটের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করার পরে তাকে এবং তার সন্তানদের অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে।
সন্তানদের সঙ্গে ব্র্যাড পিট-অ্যাঞ্জেলিনা (পূর্বের ছবি)
অভিনেত্রী বলেন, “আমাদের অনেক কিছু নিরাময় করার ছিল।
আমরা এখনও আমাদের অবস্থান খুঁজে চলেছি। আমি যখন মা হয়েছিলাম তখন আমার বয়স ছিল ২৬ বছর। আমার পুরো জীবন বদলে গেছে। সন্তান থাকাটা আমাকে বাঁচতে শিখিয়েছে এবং আমাকে এই পৃথিবীতে ভিন্নভাবে থাকতে শিখিয়েছে।
”অভিনেত্রী আরো বলেন, “যদি সন্তানরা না থাকতো, তাহলে আমি অন্ধকারে হারিয়ে যেতাম।”
দশ বছর প্রেম করার পর ২০১৪ সালে বিয়ের পিঁড়িতে বসেন ব্র্যাড পিট ও জোলি। দুই বছরের দাম্পত্য জীবন শেষে ২০১৬ বিচ্ছেদের পথে হাঁটেন হলিউডের এই প্রভাবশালী জুটি। ব্র্যাড পিটের বিরুদ্ধে তার এবং শিশুদের প্রতি শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন জোলি।
প্রাক্তন এই দম্পতির ছয়টি সন্তান রয়েছে যাদের নাম ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স।