মা-বাবাকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ।
বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাবা-মায়ের সঙ্গে মক্কা শরিফের সামনে দাঁড়ানো একটি ছবি পোস্ট করেন তিনি।
‘কাবিলা’ খ্যাত পলাশ ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। বাবা মা-কে সাথে নিয়ে ওমরাহ পালন করলাম। আলহামদুলিল্লাহ।’
পলাশ দর্শকদের মাঝে হাস্যরসাত্মক চরিত্রের জন্য বেশ জনপ্রিয়। ব্যাচেলর পয়েন্ট নাটকে তিনি ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মাঝে বিশেষ করে তরুণদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেন। এছাড়াও ফ্যামিলি ক্রাইসিস নাটকে ‘পারভেজ’ নামে বেশ পরিচিত হয়ে উঠেন। এই নাটকটিতে মূলত তিনি তার ছন্দ ছাড়া অনর্গল কবিতা বলার জন্য বেশ জনপ্রিয়তা পান।
বর্তমানে অভিনয় এবং নির্মাণে কাজ ব্যস্ত সমম পার করছেন জিয়াউল হক পলাশ।