পুতিনকে পাল্টা জবাব দিলেন ওয়াগনার প্রধান: কোন পথে রাশিয়া?
24, June, 2023, 5:28:13:PM
Online desk (DTV BANGLA NEWS): এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অভিযোগের পাল্টা জবাব দিলেন ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। পুতিন তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ওয়াগনার বস। তার দাবি, দেশের জন্যই লড়ছে তার বাহিনী। রুস্তভ-অন-ডন এলাকা দখলে নেওয়ার দাবি করে তিনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক অডিও বার্তায় ওয়াগনার বস বলেছেন, ‘আমাদের ২৫ হাজার সেনা মৃত্যুর জন্য প্রস্তুত। এরপর আরো ২৫ হাজার।’ এর আগে রুশ সেনারা ইউক্রেনে তাদের ঘাঁটিতে হামলা চালিয়েছেন বলেও জানিয়েছেন ওয়াগনার প্রধান। ওয়াগনার প্রধান বলেছেন, ‘আমরা রাশিয়ার মানুষের জন্য মরতে প্রস্তুত।’ শনিবার এক জরুরি টেলিভিশ ভাষণে পুতিন ওয়াগনারের বিরুদ্ধে দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে তাদের শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন।প্রিগোজিন বলেছেন, ‘মাতৃভূমির সাথে বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ তুলে প্রেসিডেন্ট বড় ভুল করেছেন।’ ‘আমরা দেশপ্রেমিক। দেশের জন্য আমরা লড়েছি এবং এখনো লড়ছি।’এই অডিও বার্তায় তিনি আরো বলেন, ‘আমি চাই না আমাদের দেশ আরো দুর্নীতি, মিথ্যা ও আমলাতন্ত্রের মধ্য দিয়ে যাক।’