নোভা ইলেক্ট্রনিক্স এর সৌজন্যে নেপাল ভ্রমন সম্প্রতি নোভা ইলেক্ট্রনিক্স কোম্পানীর সৌজন্যে সর্বোচ্চ বিক্রেতা ও সম্মানিত ডিলারগণদের নিয়ে নেপাল ( পোখরা, নাগরকোট, কাঠমুন্ডু ) ভ্রমণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন কোম্পানীর মাননীয় পরিচালক মোঃ দিদার হোসেন, জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল আলীম শিমুল এবং আরো উপস্থিত ছিলেন সর্বোচ্চ বিক্রেতা ও সম্মানিত ডিলারগণ।