রাজধানীতে দুটি বাস আগে যাওয়ার প্রতিযোগিতায় হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। একই সঙ্গে তার চিকিৎসা ব্যয় বহনের জন্য বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।
গতকাল মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে দুইটি বাসের প্রতিযোগিতার কারণে সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে নজরে আনেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।