মানবতাবিরোধী অপরাধ: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
10, January, 2018, 1:14:29:PM
একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন— মৌলভীবাজারের নেসার আলী, উজের আহমেদ। আর মামলার শুরু থেকেই পলাতক সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী ও মোবারক মিয়াকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। ২০ নভেম্বর এ মামলার বিচারকাজ শেষ হয়।
মহান মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজারের রাজনগরের বিভিন্ন গ্রামে লুটপাট, অগ্নিসংযোগ, আটকে রেখে নির্যাতন, হত্যা ও গণহত্যার মত মানবতাবিরোধী অপরাধের পাঁচটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।