বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে ঘিরে রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকার বিশেষ জজ আদালতে বিএনপির অনেক তালিকাভূক্ত আইনজীবিদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
এছাড়া আদালতের ভেতরে প্রতিটি গণমাধ্যম থেকে মাত্র একজন করে সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর নির্দিষ্ট সংখ্যক আইনজীবী ছাড়া আদালতের ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সকাল ৯টার দিকে শতাধিক বিএনপিপন্থী আইনজীবীরা শিক্ষা ভবনের উল্টো দিকে হাইকোর্টের গেটে অবস্থান নিয়েছেন। এরপর সকাল ১০টার দিকে আইনজীবীরা একবার গেট থেকে বের হয়ে সামনের সড়কে অবস্থান নেন। তবে পুলিশ তাদের সেখানে বসতে দেয়নি। পুলিশ আইনজীবীদের আবারও ফটকের ভেতর ঢুকিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তি হয়।
এ বিষয়ে বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, এটি একটি পাবলিক ট্রায়াল বিচার, এখানে সবাইকে যেতে দেওয়া উচিত। কিন্তু আইনজীবিদের যেতে দেওয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ।