চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাসুদ রানা (২৩) নামের এক তরুণ ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ পাঁচ আসামির ফাঁসির আদেশ দেন।
এ তথ্য জানিয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সায়েদুল ইসলাম বলেন, ঘটনাটি ২০০৮ সালের। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাসুদ রানাকে হত্যার দায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।