করোনা মোকাবেলায় মাঠে রয়েছেন গোলাম কিবরিয়া খান রাজা
12, April, 2020, 3:21:10:PM
ডিটিভি বাংলা ডেস্কঃ করোনা মোকাবেলায় দিন রাত এলাকাবাসির জন্য মাঠে রয়েছেন মুদগা থানার ৬ং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদনা গোলাম কিবরিয়া খান রাজা। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, ঢাকা নয় আসনের এমপি জনাব সাবের হোসেন চৌধুরীর দিক নির্দেশনায়, নিজে রাজপথে থেকে, সহযোদ্ধাদের নিয়ে দিন রাত এলাকাবাসীর জন্য পরিশ্রম করে যাচ্ছেন। ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদনা ও বিশিষ্ট সমাজ সেবক গোলাম কিবরিয়া খান রাজা গোপনে মধ্যবিত্ত পরিবারকে ও গরিব অসহায় তার এলাকায় থাকা আওয়ামীলীগের অনেক কর্মীকে খাদ্য সামগ্রীবিতারণ করে সহোযোগিতা করছেন। এ তথ্য মুগদা এলকার সাধারন মানুষ এর কাছ থেকে ও সহায়তা পাওয়া লোকজনের কাছ থেকে জানা গেছে।