রাজধানীর রমনা পার্কে গাছের ডাল ভেঙে নানা-নাতি আহত হয়েছেন। নিহত নানার নাম ফারুক (৪৫)। অাহত নাতির নাম হযরত অালী। আহত অবস্থায় ফারুককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তিনি সেখানে মৃত্যুবরণ করেন। আহত হযরত আলী চিকিৎসাধীন।
অাজ দুপুরে রমনা পার্কে হাঁটার সময় তাদের মাথায় ডাল ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
সম্পাদক : জাকির এইচ. তালুকদার ,
ব্যবস্থাপনা সম্পাদক :
এস এইচ শিবলী ,
[সম্পাদক মন্ডলী ]
সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড থেকে প্রকাশিত। ফোন: ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:dailybortomandin@gmail.com