সারা দেশে বয়ে যাওয়া তীব্র গরমের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক শাখাও আছে। এই ধরনের প্রাথমিক শাখাগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।অধ্যাপক নেহাল আহমেদ বলেন, যেসব সরকারি ও বেসরকারি স্কুলে প্রাথমিক শ্রেণি (ক্লাস ওয়ান টু ফাইভ) রয়েছে, সেখানেও বৃহস্পতিবার (৮ জুন) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে মাধ্যমিক পর্যায়ে যথারীতি ক্লাস চলবেএর আগে রোববার (৪ জুন) প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান চারদিন বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ৫ থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।এদিকে আবহাওয়া দফতর বলছে, সহসাই বৃষ্টির কোনো সুখবর নেই। যেকারণে তাপপ্রবাহ এখনই কমছে না। গরমের এ সময়ে অযথা বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।