Online desk (DTV BANGLA NEWS):রাজধানীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে শহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ভবনটির নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।সোমবার (৫ জুন) সকাল ৮টার দিকে শনির আখড়া জাপানি বাজার ৬ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে।তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দিনমজুর মো. মিজানুর রহমান জানান, নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করতেন শহিদুল এবং সেখানেই থাকতেন। আর তারা ভবনটিতে দিনমজুর হিসেবে কাজ করেন। সকালে ভবনটির পঞ্চম তলার ছাদের কলামে পানি দিচ্ছিলেন শহিদুল। সেখান থেকে তিনি একপাশ দিয়ে নিচে পড়ে যান। দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন শহিদুলের ফুপাতো ভাই মো. শামীম হোসেন জানান, শহিদুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কোটপাড় গ্রামে। বাবার নাম মৃত জব্বার শিকদার। এক ছেলে ও এক মেয়ের বাবা শহিদুল। এক বছর ধরে শনির আখড়ার ওই ভবনটিতে কাজ করছিলেন তিনি।চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ঘটনাটি বিস্তারিত তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছ ।