ডিটিভি বাংলা নিউজঃ ইংল্যান্ডের বিপক্ষে ৬ রানের নাটকীয় জয় পেয়েছে স্কটল্যান্ড। বিশাল লক্ষ্য তাড়া করে জয়ের দ্বারপ্রান্তে এসে থেমে যায় ইংল্যান্ড। এডিনবার্গে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৩৭১ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে জয়ের লক্ষ্যে ঠিকমতোই এগোচ্ছিল ইংল্যান্ড। কিন্তু ঘুরে দাঁড়ানো স্কটিশদের সামনে ৩৬৫ রানেই থেমে যায় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। শেষ দুই ওভারে দুই উইকেটে মাত্র ১১ রান সংগ্রহ করতে ব্যর্থ হয় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে ম্যাথু ক্রস ও কাইল কোয়েটজার ৮২ বলে ১০৩ রান সংগ্রহ করেন। স্কটল্যান্ডের ক্যালাম ম্যাক্লাউড তিন নম্বরে নেমে ৯৪ রানে ১৪০ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোর এনে দেন। ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ৫৯ বলে ১০৫ রানের মারকুটে ইনিংস খেলে জবাবটা ভালোই দিয়েছিলেন। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৭৬ বলে তোলেন ১২৯ রান। সব ভালো হলেও শেষটা ভালো হয়নি তাদের।
সম্পাদক : জাকির এইচ. তালুকদার ,
ব্যবস্থাপনা সম্পাদক :
এস এইচ শিবলী ,
[সম্পাদক মন্ডলী ]
সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড থেকে প্রকাশিত। ফোন: ০১৫৫৮০১১২৭৫, ই-মেইল:dailybortomandin@gmail.com