রাজধানীর মতিঝিলে পারাবত আবাসিক হোটেলের ১০তলার একটি কক্ষ থেকে মো. হাসানুজ্জামান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ৩টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহা আলম জানান, আমরা খবর পেয়ে রাতে মতিঝিলের পারাবত নামে একটি আবাসিক হোটেলে ১০তলায় ৯০৫ নম্বর কক্ষ থেকে হাসানুজ্জামান নামে এক ব্যক্তিকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, হোটেলের ম্যানেজারের কাছ থেকে জানতে পারি- নিহত ব্যক্তি গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওই হোটেলে ওঠেন। রাত ১২টার দিকে ওয়ার্ডবয় রুমে গিয়ে নক করলে কোনো সাড়াশব্দ না পেলে আমাদের খবর দেয়। পরে মতিঝিল থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। বাবার নাম আমিরুজ্জামান।