চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ফৌজদারি মামলায় নারী ও কিশোরসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে তাদের আদালতে হাজির করা হয়। এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, চান্দগাঁও থানার মৌলভী পাড়া সিঅ্যান্ডবি কলোনির মৃত আবদুল মজিদের ছেলে আবদুল মাবুদ (৫৩), বাড়ইপাড়া শেখ আহাম্মদ বাড়ির আবুল কালাম আজাদের মেয়ে আঁঁখি আকতার, খলিফা পাড়া গোলাম আলী নাজির পাড়ার বশির আহমদের মেয়ে রোজি আকতার (৪৪), বাড়ই পাড়া আবদুল মোতাবেল বাড়ির আবদুল মোতালেবের মেয়ে সাজেদা আক্তার (৩৫), পশ্চিম মোহরা গোলাপের দোকান কানুর বাড়ির জহির আহামদের ছেলে মো. হাবিব (৩০) ও নারী শিশু নির্যাতন আইনে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করা হয়।
সিএমপির চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘ফৌজদারি আইনের ছয়টি পৃথক মামলায় আদালতের পরোয়ানামূলে ছয়জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন নারী ও একজন কিশোর রয়েছে।