এপিএ’তে লক্ষ্যমাত্রা থাকায় জ্বালানি সরবরাহ ত্বরান্বিত হচ্ছে
1, July, 2024, 11:11:10:AM
ডিটিভি অনলাইন ডেস্ক:
বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে (এপিএ) লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত থাকার ফলেই দেশে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করার কার্যক্রম ত্বরান্বিত হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম। তিনি বলেন, নতুন নতুন গ্যাস কূপ অনুসন্ধান, ওয়ার্কওভার কূপ খনন, গ্যাস উৎপাদন, এলএনজি আমদানি, জ্বালানি তেল আমদানি, গ্যাস ও তেল সঞ্চালন পাইপলাইন নির্মাণ, আইন, বিধি, নীতিমালা প্রণয়ন ইত্যাদি লক্ষ্যমাত্রা বার্ষিক কর্মসম্পাদন চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়ার ফলে এ বিভাগের কার্যক্রমের গতি ব্যাপকভাবে প্রসারিত হয়েছে।
রোববার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার ২০২৪-২৫ অর্থবছরের এপিএ চুক্তি সই অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরে ২০২২-২৩ অর্থবছরের এপিএ পুরস্কার ও ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব বলেন, সরকারি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি, ফলাফলধর্মী কার্যক্রমে উৎসাহ দেওয়া এবং কর্মকৃতি মূল্যায়নের লক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রতি বছর সই করা হয়। এপিএ সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে বিগত ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০২২-২৩ অর্থবছরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তৃতীয় স্থান অর্জন করে। সামনে আরও ভালো করবে।
২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সফলভাবে বাস্তবায়নের অংশ হিসেবে পেট্রোবাংলা প্রথম স্থান, জিএসবি দ্বিতীয় স্থান এবং বিএমডি তৃতীয় স্থান অর্জন করে এবং পুরস্কারপ্রাপ্ত হন।
২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার দপ্তর ও সংস্থা প্রধান হিসেবে অর্জন করে বিপিআইয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) খেনচান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যু্গ্মসচিব মোহাম্মদ ফারুক হোসেন ও যু্গ্মসচিব মোছা.মোর্শেদা ফেরদৌস, প্রশাসনিক কর্মকর্তা দিনেশ চন্দ্র দাস ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মিলন হোসেন এবং অফিস সহায়ক মো. এমদাদুল হক ও অফিস সহায়ক মো. শাহিনুর ইসলাম পুরস্কার অর্জন করেন।