বিশেষ ডিমের নামে প্রতারণা, কোম্পানি ও সুপারশপকে তলব
30, May, 2024, 11:08:45:AM
ডিটিভি অনলাইন ডেস্ক:
ওমেগা থ্রি, অর্গানিক ও ভিটামিন ই সমৃদ্ধ- এমন নানান ধরনের ডিম চড়াদামে বিক্রি হচ্ছে সুপারশপে। তবে এসব যে প্রকৃতপক্ষেই বিশেষ ডিম সে বিষয়ে পাওয়া যায়নি কোনো প্রমাণপত্র। এ কারণে এসব ডিম বাজারজাতকারী প্রতিষ্ঠান ও বিক্রয়কারী সুপারশপকে ভোক্তা অধিদপ্তরে তলব করা হয়েছে।
বুধবার (২৯ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে ঢাকার বিভিন্ন সুপারশপ ও ডিম বাজারজাতকারী প্রতিষ্ঠানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীর ফার্মগেট ও ধানমন্ডি ২৭ এলাকার দুটি সুপারশপে অর্গানিক, ব্রাউন, ভিটামিন ই, ফলিক অ্যাসিড ও ওমেগাসমৃদ্ধ বিশেষ ডিমের বিষয়ে তদারকিকালে দেখা যায়, এগুলো সাধারণ ডিম থেকে ৭ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি করা হচ্ছে। তবে এসব ডিমের উৎস সম্পর্কে তাদের ধারণা নেই, নেই কোনো প্রমাণপত্র।
সুপারশপ কর্তৃপক্ষ জানায়, সরল বিশ্বাসে রেনাটা, প্যারাগনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব ডিম কিনে ভোক্তাদের কাছে বিক্রয় করে থাকেন তারা।
সুপারশপের দেয়া তথ্য অনুযায়ী, মিরপুর-৭ মিল্ক ভিটা রোডে অবস্থিত রেনেটা লিমিটেড ও মহাখালীতে অবস্থিত প্যারাগনে তদন্ত করে তাদের কাছেও এসব বিশেষ ডিমের টেস্ট রিপোর্ট, কোনো কর্তৃপক্ষের সনদপত্র সংক্রান্ত পাওয়া যায়নি।
ফলে অর্গানিক, ব্রাউন, ভিটামিন ই, ফলিক এসিড ও ওমেগা থ্রি-সমৃদ্ধ ডিমের স্বপক্ষে টেস্ট রিপোর্ট, সনদ, প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২ জুন অধিদপ্তরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আগোরা, স্বপ্ন ও মীনা বাজার সুপারশপ এবং বাজারজাতকারী রেনেটা লিমিটেড ও প্যারাগনকে নির্দেশনা দেওয়া হয়েছে।