নিয়মিত অনুশীলন ও খেলা আয়োজনের সুফল পেয়েছে দেশের ক্যারম। বুধবার মালদ্বীপে শেষ হওয়া এশিয়া কাপ ক্যারম চ্যাম্পিয়নশিপে সুইস লিগ পদ্ধতির একক ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। এই ইভেন্টে এটাই আন্তর্জাতিক আসরে বাংলাদেশের প্রথম পদক। ঐতিহাসিক এ পদক বাংলাদেশকে এনে দিয়েছেন হাফিজুর রহমান। ৮০ জন প্রতিযোগির মধ্যে সেকেন্ড রানারআপ হয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি।
সাত রাউন্ড শেষে ১২ পয়েন্ট পেয়ে এই পদক জেতেন হাফিজুর। ১৪ পয়েন্ট পেয়েছে ভারতের প্রশান্ত মোরে জিতেছেন স্বর্ণ। হাফিজুরের সমান ১২ পয়েন্ট পেয়েও নিট পয়েন্টে রৌপ্য জেতেন শ্রীলংকার মোহাম্মদ শহীদ হিলমি।
৭ দেশের খেলোয়াড়রা এই টুর্নামেন্ট অংশ নেন। এই ইভেন্টে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হেমায়েত মোল্লা ১০ পয়েন্ট পেয়ে ১১ তম, মোহাম্মদ রবিন আলী ৮ পয়েন্ট পেয়ে ২৮ তম, ৬ পয়েন্ট নিয়ে ফারজানা বানু ৪৩ তম, সমান পয়েন্ট পেয়ে পরের স্থানে বিপ্লব রায়, ৬ পয়েন্টে শামসুন্নাহার মাকসুদা ৫৬তম, একই পয়েন্ট পেয়ে পরের স্থানে আফসানা নাসরিন এবং ৪ পয়েন্ট পেয়ে ৭৫তম হন সাবিনা আক্তার।
শেষ দিনে হওয়া মেয়েদের সিঙ্গেলসে আফসানা নাসরিন ১৩ তম, শামসুন্নাহার মাকসুদা ১৪ তম, সাবিনা আক্তার ১৫ তম হয়েছেন।
বাংলাদেশ থেকে ৪ জন ছেলে ও ৪ জন মেয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন জাগো নিউজকে বলেন, ‘২০১১ সালে দলগত বিভাগে রৌপ্য জিতেছিল বাংলাদেশ। তবে এবারই প্রথম একক ইভেন্টে বাংলাদেশের কোনো ক্যারম খেলোয়াড় বৈশ্বিক আসরে ব্রোঞ্জ পদক জিতলেন। এশিয়া কাপে এ ইভেন্টটি এবার প্রথম অন্তর্ভুক্ত হয়েছে।’
প্রতিযোগিতা শেষে বুধবার রাতে পুরস্কার বিতরণ করেন মালদ্বীপের ক্রীড়ামন্ত্রী আব্দুল্লাহ রাফিউ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ লিয়ন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ফিরবে বাংলাদেশ ক্যারম দল।