বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
   * চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারার ঝুঁকিতে ম্যানচেস্টার সিটি   * সেতু মন্ত্রণালয় থেকে বাদ যাচ্ছে ১১১৮৬ কোটি টাকার অপ্রয়োজনীয় ব্যয়   * ভাটারায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত   * সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত   * রাখাইনে রোহিঙ্গাদের ওপর বেশি নির্যাতন করে আরাকান আর্মি   * ৭ জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া!   * সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে দুই যুবক আটক   * রাজধানীতে ট্রাকে ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু   * বিশ্ব ক্রিকেটের ইতিহাসে নাম লেখালো এনসিএল টি-টোয়েন্টি ফাইনাল   * ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ  

   শিক্ষা-সাহিত্য
  রাজনৈতিক দলগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে কেন?
  7, September, 2022, 11:34:56:AM

দেশের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ বিষয়ে ক্ষোভও প্রকাশ করতে দেখা গেছে তাদের। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন এবং তাদের কাছে এর উপযুক্ত কারণও রয়েছে বলে জানান তারা। গত শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রথমবারের মতো ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা বার্ষিক সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। সেখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম সম্রাট স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের কথা জানানো হয়। এ তালিকায় নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির নাম রয়েছে।
তবে এরই মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির অনুমতি দেবে না বলে উপাচার্য অধ্যাপক এমএম শাহিদুল হাসান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও নোটিশের মাধ্যমে তাদের অভিমত ব্যক্ত করেছে। গত কয়েক বছরে দেশের ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিয়ে বেশ সমালোচনাও হয়েছে। ভিন্ন মতাবলম্বীদের হুমকি-ধমকি, হয়রানিসহ সহিংসতায় জড়ায় সংগঠনটির নেতাকর্মীরা। ২০১৯ সালে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডই প্রমাণ করে কতটা নির্মম হয়ে ওঠেছে ঐতিহ্যবাহী এ সংগঠনের কতিপয় নেতাকর্মী। এছাড়া ছাত্রছাত্রীদের ছাত্রাবাস ছাড়তে বাধ্য করা থেকে শুরু করে প্রকাশ্যে বা গোপনে লাঞ্ছিত- সবই করেছে তারা। স্থানীয় গণমাধ্যম এবং সাধারণ মানুষ সংঘটিত নানা নৃশংসতার সাক্ষ্য বহন করে। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ সংগঠনের রাজনীতির অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। তবে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক সমস্যা থাকলেও বিপুল সংখ্যক শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে ভর্তি হয় তার অন্যতম কারণ তারা রাজনীতি থেকে মুক্ত। কিন্তু এখন ছাত্রলীগের কমিটি ঘোষণার পর তা আদৌ রাজনীতি মুক্ত থাকবে কি না তা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা উদ্বিগ্ন। যদি সঠিকভাবে এর তদারকি করা না হয়, তবে পরিস্থিতি একপর্যায়ে খারাপ হওয়ার আশঙ্কা করছেন অনেকে। কী বলছেন শিক্ষার্থীরা, নর্থ সাউথ ইউনিভার্সিটির মার্কেটিং ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা ও যুগ্ম সম্পাদক রায়ীদ মোরশেদ বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা সুষ্ঠু পরিবেশ আছে। এখানে কেউ কাউকে জোরজবরদস্তি করে না। যেমন ধরুন আমাদের ক্লাবগুলো। যে যেই ক্লাব পছন্দ করে সে সেই ক্লাবে কাজ করতে পারে। কারও প্রতি কারও হস্তক্ষেপ নেই। কিন্তু যদি ছাত্রলীগসহ অন্যান্য রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয়গুলোতে আসতে শুরু করে তখন এ পরিবেশে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তখন প্রত্যেকে চাইবে শিক্ষার্থীরা যেন তাদের দল করে। ঠিক তখনই নানারকম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। যে বিশৃঙ্খলার ভয়ে যোগ্যতা থাকা সত্ত্বেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা ভর্তি হন সেখানেও যদি সমস্যা হয়, তাহলে কীভাবে হবে? তবে যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো নিয়মনীতির মধ্যে রাজনৈতিক সংগঠনগুলোকে নিয়ে আসতে পারে, যাতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট না হয়; তাহলে তিনি এসব কমিটিতে কোনো সমস্যা দেখেন না। নর্থ সাউথ ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থী সৌমিক বলেন, ‘সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে পক্ষে-বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। যেহেতু বর্তমান সরকারের এটি একটি অঙ্গসংগঠন। তারা তো চাইবেই বিশ্ববিদ্যালয়ে তাদের কমিটি থাকুক। তবে আমার চাওয়া এইটুকুই যে, তারা যেন ক্যাম্পাসের ভেতরে কোনো কার্যক্রম না চালায়। ক্যাম্পাসের শিক্ষার্থীদের যেন তাদের দ্বারা হয়রানির শিকার না হতে হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজর দিলেই হবে। কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া বেশ কিছু প্রশ্নের উত্তরে ব্র্যাক ইউনিভার্সিটি কর্তৃপক্ষ জানায়, এ বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক ক্লাব বা সমিতিকে সমর্থন করে না। তবে বিশ্ববিদ্যালয়ের সদস্যরা অবশ্যই, বিশ্ববিদ্যালয়ের বাইরের ক্লাব বা সংস্থার সাথে তাদের ব্যক্তিগত পছন্দের অধিভুক্তি বা সমিতিগুলো অনুসরণ করার ক্ষেত্রে স্বাধীন। কিন্তু অনুমোদন ছাড়া ব্র্যাক ইউনিভার্সিটির লোগো কোনো সাংগঠনিক অধিভুক্তির ক্ষেত্রে বা অন্য কোনো কার্যক্রমের প্রচারের জন্য ব্যবহার করা যাবে না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার মুশফিকুর রহমান বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় রাজনীতিমুক্ত। তাই বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রাজনৈতিক দলের স্থান নেই। শুরু থেকেই তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ রেখে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন ‘ কী কারণে রাজনৈতিক দল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে? সামাজিক যোগাযোগমাধ্যম পর্যালোচনা করলে দেখা যায়, সাম্প্রতিক ঘটনাবলীতে ছাত্রলীগের গ্রহণযোগ্যতা সাধারণ শিক্ষার্থীদের কাছে একদম নেই বললেই চলে। তবে সংগঠনটির সদস্য ও শীর্ষ নেতারা বলছেন, জঙ্গিবাদের উত্থান ঠেকাতে এসব বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের উপস্থিতি অত্যাবশ্যক। তাদের উপস্থিতি না থাকলে এ বিশ্ববিদ্যালয়গুলো এমন ছাত্র তৈরি করবে, যারা একদিন সন্ত্রাসী হয়ে উঠবে। যেমনটা আমরা দেখেছিলাম হলি আর্টিজানে। তাছাড়া এরই মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর ছাত্র কমিটি রয়েছে। সুতরাং অন্য কমিটি থাকলে তাদের কমিটি গঠন করাও যৌক্তিক মনে করছেন তারা। ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, সম্প্রতি সংগঠনকে গতিশীল করা এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদের অবস্থান নিশ্চিত করার অংশ হিসেবে প্রথমে দেশের প্রায় সব বেসরকারি মেডিকেল ও নতুন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কমিটি ঘোষণা করেছে তারা। তারা আশা করছেন এর মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগে যোগ দিতে আরও আগ্রহী হবেন এবং ছাত্রলীগের কার্যক্রম আরও বাড়বে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের আরেক নেতা বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখেই এ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিপুল সংখ্যক শিক্ষার্থী আছে তাদের দলভুক্ত করে নিজেদের দলকে ভারি করা এবং বিভিন্ন কার্যক্রমে দলের সমর্থন বাড়ানোয় হলো মূল উদ্দেশ্য। যাতে করে স্বাধীনতাবিরোধী অঙ্গসংগঠন নির্বাচনের আগে শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে না পারে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি নিয়ে সোমবার (৫ সেপ্টেম্বর) শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ‘রাজনীতি করা একজন মানুষের মৌলিক অধিকার। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির বিষয়ে মানুষের ভিন্ন মত থাকতে পারে; কিন্তু আমরা যদি গণতান্ত্রিক সমাজ আশা করি, তাহলে রাজনৈতিক চেতনার বিকল্প নেই। তবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করতে দেয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত শিক্ষা প্রতিষ্ঠানই নেবে। মন্ত্রীর কথার সঙ্গে সুর মিলিয়ে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদিদ সবুর বলেন, ‘যেহেতু প্রগতিশীল রাজনীতির সঙ্গে আমরা সম্পৃক্ত তাই বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্যগত দিক থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিপুল সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি দরকার। কেননা, অনেক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করে থাকে। অন্যায়-অবিচার ও নানা অনিয়মের মধ্যে তাদের যেতে হয়। সেসব ক্ষেত্রে কর্তৃপক্ষের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার মতো কাউকে দেখা যায় না। বাংলাদেশ ছাত্রলীগ তখন সেখানে থাকলে তাদের বিরুদ্ধে কথা বলতে পারবে। একটা নেতৃত্বের মাধ্যমে ছাত্রদের ন্যায়সংগত অধিকার আদায়ে ভূমিকা রাখতে পারবে। ‘তাছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই বলতে পারবে না, তারা তাদের বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি অন্তর্ভুক্ত করবে না। এটা তাদের বলার এখতিয়ার নেই। রাজনীতি নিষিদ্ধ করা-এটা কেউ বলতে পারে না। তারা বড়জোর কিছু নিয়মনীতি রাখতে পারেন, যেহেতু তারা প্রাইভেট। কিন্তু রাজনীতি থেকে তারা কোনো শিক্ষার্থীকে বিরত রাখতে পারবে না। এ ব্যাপারে তাদের অধিকার নেই। এটা আমাদের সাংবিধানিক অধিকার। কী বলছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম সম্রাট বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ গঠিত হয়েছিল ২০১২ সালের ২৬ নভেম্বর; যে কমিটি কাজ করেছিল ২০১৬ সাল পর্যন্ত। পরবর্তীতে ২০১৮ সালে ১৪/১৫টি বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি ছিল। তবে গত ২ সেপ্টেম্বর নতুন করে নর্থ সাউথ, ব্র্যাক, ইনডিপেনডেন্ট, আমেরিকান ইন্টারন্যাশনাল, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি গঠন করা হয়। আমরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের পক্ষ হয়ে কাজ করেছি। নর্থ সাউথ, স্টেট, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আমরা টিউশন ফি মওকুফ করতে ভূমিকা রেখেছি। সড়ক আন্দোলন ও ভ্যাটবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনেও আমাদের অংশগ্রহণ ছিল। তাই আমরা চাই শিক্ষার্থীদের দাবি ও অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে কথা বলে তা আদায় করতে ও গণতান্ত্রিক রাষ্ট্রে তাদের রাজনীতি সম্পর্কে সচেতন করতে। তাহলে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার পরও কেন বিপুল সংখ্যক শিক্ষার্থী এ কমিটি গঠনে বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে- এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বিপুল সংখ্যক শিক্ষার্থী কিন্তু বিপরীতেও আপনি দেখতে পাবেন, যারা এ বিষয়ে খুশি হয়েছেন। তা হয়তো আপনি খেয়াল করেননি। আমাদের সম্মেলনটি খেয়াল করলেই দেখবেন সেখানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। শিক্ষার্থীরা যেন কোনো জঙ্গি সংগঠনে না যেতে পারে, তারা যেন তাদের যৌক্তিক দাবি নিয়ে কথা বলতে পারে, সে জন্যই আমাদের কার্যক্রমকে শক্ত অবস্থানে নিতে আমরা কাজ করছি। তবে আমার মনে হয়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়, তারাই এটাকে বিরূপভাবে দেখছে। তাহলে কি নির্বাচনকে টার্গেট করেই এ দল ঘোষণা করা হয়েছে- জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আসলে একদিক দিয়ে দেখলে বিষয়টা তেমনই দাঁড়াচ্ছে। আমরা চাই যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, প্রগতিশীলতায় বিশ্বাস করে, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের এসব জায়গায় উদ্বুদ্ধ করে একত্র করতেই আমরা কাজ করছি, যাতে তারা বিভ্রান্ত না হয়। কমিটি গঠনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক সংস্থা হচ্ছে বাংলাদেশ মঞ্জুরি কমিশন। সে সংস্থার সদস্য ড. মোহাম্মদ আলমগীর স্পষ্ট করে বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলো এ ধরনের নোটিশ কেন দিচ্ছেন তা আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখতে হবে। তাছাড়া সংবিধানের ৩৮ নং অনুচ্ছেদে স্পষ্ট করে বলে দেয়া আছে, রাজনীতি সবার মৌলিক অধিকার। সেখানে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনি যদি বাধা হয়ে দাঁড়ান তাহলে সেটা ভালো ফলাফল বয়ে আনবে না। এমনকি সারা বাংলাদেশে ১০৭টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেসব শিক্ষার্থীকে মৌলিক ধারা থেকেও আপনি বাইরে রাখতে পারেন না। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নিয়ম সেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও একই থাকবে। তারা তো মঙ্গলগ্রহের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান না। সব বিশ্ববিদ্যালয় যে নিয়মে পরিচালিত হবে, সে নিয়মেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ও পরিচালিত হবে। ছাত্র রাজনীতির যে ঐতিহ্য তা একটা সময়ে বিরত্বের বা গৌরবের থাকলেও বর্তমানে এসে তা আতঙ্ক কিংবা ঘৃণায় রূপ নিয়েছে- এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘দেখেন চলার পথে আমাদের ভুল থাকতেই পারে। যারা কাজ করে তাদেরই ভুল হয়। আমাদেরও ভুল আছে। চলার পথে অনেকেরই ভুল হয়। আমাদের ক্ষেত্রে ভুলগুলোকেই বার বার তুলে আনা হয়। আমার মতে, গঠনমূলক সমালোচনা থাকতেই পারে। কিন্তু আমাদের ভালো কাজগুলোকেও প্রকাশ করা উচিত।



       
   শেয়ার করুন
Share Button
   আপনার মতামত দিন
     শিক্ষা-সাহিত্য
পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাকসুদ কামাল
.............................................................................................
এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই: শিক্ষামন্ত্রী
.............................................................................................
ঢাবি শিক্ষার্থীদের হয়রানি করলে প্রক্টর অফিসে জানানোর আহ্বান
.............................................................................................
শুধু গণিতেই ফেল ১ লাখ ৬৬ হাজার পরীক্ষার্থী, বেশি মাদরাসা বোর্ডে
.............................................................................................
প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস
.............................................................................................
আজ সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, মানতে হবে যেসব নির্দেশনা
.............................................................................................
‘সন্তানের ক্ষতি হলে সরকার তো দায় নেবে না, স্কুলও দেখবে না’
.............................................................................................
নতুন শিক্ষাক্রমের বিরুদ্ধে মাঠে নেমেছেন ‘ভুয়া অভিভাবকরা’
.............................................................................................
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
.............................................................................................
দেশসেরা প্রধান শিক্ষক শাহনাজ কবীর আর নেইশাহনাজ কবীর
.............................................................................................
বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন ১৮ লেখক
.............................................................................................
মেডিকেল ভর্তির ফল প্রকাশ, উত্তীর্ণ ৪৯ হাজার
.............................................................................................
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে আবেদন শুরু
.............................................................................................
ইবিতে ছাত্রী নির্যাতন: বিশ্ববিদ্যালয় কমিটির প্রতিবেদন জমা
.............................................................................................
সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ: শিক্ষামন্ত্রী
.............................................................................................
শ্রুতিকটু বিদ্যালয়ের নাম পরিবর্তনের গেজেট ছয় মাসের মধ্যেই: প্রতিমন্ত্রী
.............................................................................................
এইচএসসির ফল: ১১ বোর্ডে পাসের হার ৮৫.৯৫ শতাংশ
.............................................................................................
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৩০ এপ্রিল
.............................................................................................
প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়: প্রধানমন্ত্রী
.............................................................................................
৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
.............................................................................................
এসএসসির ফল সোমবার, জানা যাবে যেভাবে
.............................................................................................
এসএসসির ফল প্রকাশ ২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে
.............................................................................................
সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা
.............................................................................................
এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক ‘উসকানি’: তদন্তে ৩ সদস্যের কমিটি
.............................................................................................
এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উসকানি, জড়িতদের চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
.............................................................................................
কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষা স্থগিত
.............................................................................................
প্রশ্নফাঁসের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
.............................................................................................
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু
.............................................................................................
এইচএসএসি পরীক্ষা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা
.............................................................................................
এক শিফট হ‌চ্ছে সব প্রাথ‌মিক বিদ্যালয়
.............................................................................................
এইচএসসি পরীক্ষা: বিএনপিকে কর্মসূচি পরিবর্তনের আহ্বান শিক্ষামন্ত্রীর
.............................................................................................
এসএসসি পরীক্ষার কক্ষ থেকে ফেসবুক লাইভ, দুই শিক্ষার্থী বহিষ্কার
.............................................................................................
দিনাজপুর শিক্ষা বোর্ড স্থগিত চার বিষয়ের পরীক্ষা ১০-১৩ অক্টোবর
.............................................................................................
চার বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিতের খবরে শিক্ষার্থীদের কান্না
.............................................................................................
দিনাজপুর বোর্ডের এসএসসির চার পরীক্ষা স্থগিত
.............................................................................................
যশোর শিক্ষা বোর্ড স্থগিত এমসিকিউ পরীক্ষার তারিখ নির্ধারণ
.............................................................................................
যশোর শিক্ষাবোর্ডে কমেছে এসএসসি পরীক্ষার্থী
.............................................................................................
শিক্ষার্থীরা অনলাইনে অধিকাংশ সময় নষ্ট করছে: পরিকল্পনামন্ত্রী
.............................................................................................
রাজনৈতিক দলগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দিকে ঝুঁকছে কেন?
.............................................................................................
ডিপ্লোমা কোর্স ৪ বছরে টেনে নেওয়ার কোনো মানে হয় না: দীপু মনি
.............................................................................................
ঘষে-মেজে পাস নয় দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী
.............................................................................................
শিক্ষামন্ত্রী বললেন, আমি লজ্জিত ও বিব্রত
.............................................................................................
রুটিন চূড়ান্ত হলে ১৩ দিনে শেষ হবে এসএসসি পরীক্ষা
.............................................................................................
এসএসসি পরীক্ষা কবে জানালেন শিক্ষামন্ত্রী
.............................................................................................
করোনার ঊর্ধ্বগতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
.............................................................................................
এমপিওভুক্ত হলো ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান
.............................................................................................
এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ২ লাখ
.............................................................................................
পদ্মা সেতুর উদ্বোধন: এসএসসির ইংরেজি পরীক্ষার তারিখ পরিবর্তন
.............................................................................................
১৫ জুন থেকে তিন সপ্তাহ কোচিং সেন্টার বন্ধ
.............................................................................................
এসএসসি পরীক্ষার সময়সূচি
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
চেয়ারম্যান: এস.এইচ. শিবলী ।
সম্পাদক, প্রকাশক: জাকির এইচ. তালুকদার ।
হেড অফিস: ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: বাড়ি নং ২, রোড নং ৩, সাদেক হোসেন খোকা রোড, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ।
ফোন: 01558011275, 02-৪৭১২২৮২৯, ই-মেইল: dtvbanglahr@gmail.com
   All Right Reserved By www.dtvbangla.com Developed By: Dynamic Solution IT Dynamic Scale BD & BD My Shop    
Dynamic SOlution IT Dynamic POS | Super Shop | Dealer Ship | Show Room Software | Trading Software | Inventory Management Software Computer | Mobile | Electronics Item Software Accounts,HR & Payroll Software Hospital | Clinic Management Software Dynamic Scale BD Digital Truck Scale | Platform Scale | Weighing Bridge Scale Digital Load Cell Digital Indicator Digital Score Board Junction Box | Chequer Plate | Girder Digital Scale | Digital Floor Scale