ভারতের বেঙ্গালুরুতে হোলি উৎসব চলাকালে মদ্যপ ব্যক্তিদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, শহরের আনেকাল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে হোলি উদযাপনের সময় ছয় শ্রমিকের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। তারা সবাই বিহার থেকে এসেছিলেন এবং একই গ্রামের বাসিন্দা।
সংঘর্ষের সূত্রপাত হয় এক নারী সম্পর্কে অশোভন মন্তব্যকে কেন্দ্র করে। বিতর্ক দ্রুত হাতাহাতিতে রূপ নেয় এবং তারা কাঠের লাঠি ও লোহার রড ব্যবহার করে একে অপরের ওপর হামলা চালান।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। একজনের মরদেহ অ্যাপার্টমেন্টের পথচারী এলাকায়, আরেকজনের একটি কক্ষে এবং তৃতীয়জনের দেহ ভবনের বাইরে পাওয়া যায়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা হয়েছে—অংশু (২২) ও রাধে শ্যাম (২৩)। তবে তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এ ঘটনায় আহত একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং বাকি দুই অভিযুক্তকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
এর আগে, হোলির রং মাখতে না চাওয়ায় এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ ওঠে ভারতের রাজস্থানে। পুলিশ জানায়, গত বুধবার দৌসার রালওয়াস গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, হংসরাজ নামে ২৫ বছর বয়সী এক যুবক স্থানীয় গ্রন্থাগারে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি সেখানে গিয়ে তাকে হোলির রং মাখাতে চান। কিন্তু হংসরাজ এতে রাজি না হওয়ায় তারা তাকে লাথি মারেন এবং বেল্ট দিয়ে বেধড়ক মারধর করেন।
একপর্যায়ে এক অভিযুক্ত তাকে শ্বাসরোধ করে হত্যা করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) দিনেশ আগরওয়াল।