নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ঘোষণা হয়েছে ভারতে। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষার মতো প্রধান মন্ত্রণালয়গুলো বরাবরের মতোই নিজেদের হাতে রেখেছে বিজেপি। তবে এনডিএ জোটের শরিকরাও পেয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।
জানা গেছে, মোদী ৩.০ সরকারে বিজেপির ১১ মিত্র মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর পদ পেয়েছেন পাঁচজন।
গত রোববার (৯ জুন) দিল্লির রাষ্ট্রপতি ভবনে তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন মোদী। তার পাশাপাশি শপথ নেন মন্ত্রিসভার আরও ৭১ সদস্য। এদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী ৩০ জন হয়েছেন, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী।
টিডিপি নেতা কে রাম মোহন নাইডু পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর দায়িত্ব।
এলজেপি-আরভি নেতা চিরাগ পাসওয়ান খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হয়েছেন।